গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন; জরিমানা সহ এক মাসের কারাদণ্ড।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৪, ৭:১৮ অপরাহ্ন /
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন; জরিমানা সহ এক মাসের কারাদণ্ড।

প্রকাশিত, ২৪,মে,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়া পাম্প চন্দ্রা উত্তর পাড়া এলাকায় ২২০ টি বাড়ীর অবৈধ ভাবে নেওয়া ৬৬০টি চুলার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দিন ব্যাপী এই অভিযান চালিয়ে সংযোগ গুলো বিচ্ছিন্ন করে অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯ জনকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও ১ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়া পাম্প এলাকায় ৩ টি পয়েন্টে অবৈধ ভাবে স্থাপিত ৩,৪ এবং ১ ইঞ্চি ব্যাচের ৫০০ ফুট পাইপ অপসরণ করে গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। ফলে ২২০ টি বাড়ির ৬৬০ টি চুলার সম্পূর্ণ  সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও ৩০টি রাইজার কিলিং ১২টি রেগুটরবিহীন ও অতিরিক্ত চুলার দায়ে ১০টি রাইজার বিচ্ছিন্ন এবং বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়।

ভ্রাম্যমান আদালতের প্রধান গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাসিবুর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯ জনকে ৪ লাখ ৮০ টাকা জরিমানা ও ১ জনকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

অভিযানে অংশ নেওয়া তিতাসের চন্দ্রা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব বলেন, কিছু দালাল চক্র সহজ সরল মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় চন্দ্রা জোনাল শাখার সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ বিন ইউসুফসহ অনান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।