প্রকাশিত,৩০,নভেম্বর
এম এইচ শাহীন, গাজীপুর:
অভ্যুত্থান ও আকাঙ্খা বাস্তবায়নে অন্তবর্তী সরকার ঘোষিত তৈরি পোশাক খাতে ১৮ দফা বাস্তবায়ন, মজুরি বৃদ্ধি, সকল শ্রমিকদের জন্য রেশনিং চালুসহ ইজিবাইক চালক, হকার, ছাত্র-জনতার অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের সাংবিধানিক নিশ্চিয়তার দাবিতে গাজীপুরে অভ্যুত্থানকারী ছাত্র-জনতা-শ্রমিকরা সমাবেশ করে
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কের সামনে বাসন থানা শাখা অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার উদ্যোগে অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এক অভূতপূর্ব সংহতির বার্তা দেয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা ও অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার আহ্বায়ক আরমান হোসেন বলেন, শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণের অধিকার আদায়ের এ সংগ্রাম শুধু একটি সমাবেশ নয়, বরং একটি গণজাগরণের সূচনা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যজিৎ বিশ্বাস, শ্রমিক সংগঠক লিপি আক্তার, মহিদুল ইসলাম দাউদ, বশির আহমেদ অপু, জাতীয় নাগরিক কমিটির সদস্য জনি আকন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুল্লাহ আল মাহিম।
এসময় বক্তারা বলেন, আমরা দাবি জানাই প্রত্যেক শ্রমিক, শিক্ষার্থী ও হকারের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত করা হোক। এই অন্যায় ও বৈষম্যমূলক সমাজব্যবস্থা বদলানোর জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই।
আপনার মতামত লিখুন :