প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২৩
হারুন অর রশিদ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯,গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসন্ন সংসদীয় স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার (সাগর)ঢেঁকি মার্কা ৬৬ হাজার ৯৩৮ ভােট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কােন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভােট গণনার পর ১১৪টি কেন্দ্রে সবগুলার ফলাফল ৬৬ হাজার ৯৩৮ ভােট পেয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ নিগার নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘােষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটায়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩হাজার ৪৬৬ ভােট। এছারাও জাসদের গোলাম আহ্সান হাবীব মাসুদ (মশাল)পেয়েছেন ২হাজার৪৩১,কৃর্ষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর (গামছা)পেয়েছেন ৭৬৪ভোট,এনপিপির মর্জিনা (আম) পেয়েছেন ২৭০,ভোট,আইরিন আক্তার (হাত ঘড়ি)পেয়েছেন ১৯২,ওমর ফারুক সিজার (টেলিভিশন) পেয়েছেন ৬৬,জয়নাল আবেদীন (ট্রাক) পেয়েছেন ৩২৩, খন্দকার রবিউল ইসলাম (ছড়ি)পেয়েছেন ১২০,ও মোঃ ফারুক হাসান ডাব প্রতিকে পেয়েছেন৮২৪ ভোট। উল্লেখ্য, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ আসনে ১১৪টি ভােট কেন্দ্রে৩ লাখ ৯৩ হাজার ৪৪জন ভােটার রয়েছে।উল্লেখ্য যে এ নির্বাচনী আসনে মোট ভোটারের ৩০%ভোটাধিকার প্রয়োগ করেছেন।
হারুন অর রশিদ
প্রতিনিধি
সুদরগঞ্জ, গাইবান্ধা।
০৮-০১-২০২৪ ইং।
আপনার মতামত লিখুন :