গল্পঃ_ ভালোবাসার জন্য কেনো আত্মহত্যা করে?


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০৪-১৭, ৫:২৪ অপরাহ্ন / ১৬৮
গল্পঃ_ ভালোবাসার জন্য কেনো আত্মহত্যা করে?

প্রকাশিত,১৭ এপ্রিল, ২০২১

গল্পঃ_ ভালোবাসার জন্য কেনো আত্মহত্যা করে?
গল্পকার__ মোঃ অনিক দেওয়ান

মানুষ ভালোবাসার জন্য _আত্মহত্যা কেনো করে? যে আত্মহত্যা করে সে -বুঝে কেনো সে মৃত্যুর পথ বেছে নিয়েছে! কখনো বাহ্ পরিবারের জন্য, কখনো বাহ্ সবকিছু হারানোর জন্য সে-তার মৃত্যুর পথ বেছে নেয়।

একটা মানুষকে যখন কোনো ব্যাক্তি ভালোবাসে সে ভালোবাসা মানুষটিকে পরিবার মেনে নিতে পারেনা বাহ্ জীবন সঙ্গী হিসেবে জীবনে ভালোবাসা মানুষটিকে পাইনা তখন সে তার আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে এবং সে সবকিছু ত্যাগ করে সে আত্মহত্যা করে ফেলে।

ভালোবাসা মানুষ জন্য যখন কোনো ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করে বাহ্ ফাঁসি দিয়ে আত্নহত্যা করে বাহ্ বিষ প্রয়োগ করে আত্মহত্যা করে তখন সে ব্যাক্তির ছবি তুলে ফেইসবুকে হাজারো পোস্ট করে বলে এটাকেই সত্যিকারের ভালোবাসে বলে, কিন্তু কিছু কিছু আবার ব্যাক্তি বলে যদি তুমি ভালোবাসার জন্য মরে যাও তাহলে ভালোবাসা কি লাভ হলো? কিন্তু যে ব্যাক্তি ভালোবাসে যে ব্যাক্তি আত্মহত্যা করেছে সে ব্যাক্তির জায়গাতে থাকলে তুমি বুঝতে তার জায়গাটি কি ছিল রাইট? কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে নিয়ে হাসাহাসি করি কিন্তু তার জায়গাটি আমরা কখনো বুঝতে চাইনা, বাহ্ তার জায়গাটি কখনো বুঝার চেষ্টা করিনা, সব ভালোবাসা এক- না কেউ ভালোবাসে দেহ জন্য? কেউ ভালোবাসে টাকা পয়সা সম্পত্তি জন্য?, কেউ ভালোবাসে টাইম পাস করার জন্য? কিন্তু খুব কম মানুষই ভালোবাসে মন থেকে যাকে তার জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য? প্রতিনিয়ত যুদ্ধ করে ভালোবাসা মানুষটিকে বাঁচিয়ে রাখতে।

পরিবারে যখন ভালোবাসা সম্পর্ক কথাগুলো শুনে পরিবার মানতে চাইনা কেউ বাহ্ টাকার গরমে কেউ বাহ্ সম্পত্তির গরমে কেউ বাহ্ সরকারি চাকুরী জন্য ভালোবাসা মানুষগুলোকে গলা টিপে হত্যা করে ফেলে? যার ফলে ভালোবসা মানুষকে জীবনে না পেলে ঐ ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করে বাহ্ ফাঁসি দিয়ে আত্নহত্যা করে বাহ্ বিষ প্রয়োগ করে আত্মহত্যা করে,যখন কোনো পথ থাকেনা যখন কোনো আশা থাকেনা তখন নিজের জীবন নিজেই দিয়ে দায়, তার পরে পরিবার বুঝে ভালোবাসা মানুষটিকে কেনো তারা মেনে নিলোনা যদি ভালোবাসা মানুষটিকে মেনে নিত তাহলে আজ তাদের ছেলে মেয়েদেরকে হারাতে হতনা? কিন্তু তারা প্রথমে ভালোবাসা মানুষটিকে গলা টিপে হত্যা করেছে ভালোবাসা বুঝেনি তাদের ভালোবাসা মূল্যায়ন করেনি পরিবারগুলো।

যে ভালোবাসা মানুষটিকে ভালোবাসবেন তার জন্য আপনি প্রতিনিয়ত যুদ্ধ করছেন, এবং ভালোবাসা বাঁচিয়ে রাখছেন তাকে আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার জীবন সঙ্গী করবেন, তবে ভালোবাসা নিয়ে অবহেলা করবেন না ভালোবাসা নিয়ে মিথ্যে আশা দিবেন না, কারণ যে ভালোবাসার জন্য তার বাবা মা ট্যাগ করে আপনার কাছে সারাজীবন থাকবে তাকে আপনি কখনো ধোঁকা দিবেন না, আপনার একটু অবহেলায় সে সারাজীবন চোখের জল ফেলবে আর সেই চোখের জল আপনার পাপের প্রায়শ্চিত্ত একদিন আপনি হারে হারে পাবেন।

যারা মন থেকে ভালোবাসেন তারা ভালোবাসা মানুষটিকে সবসময় বুকের মাঝে আগলে রাখবেন, এবং ভালোবাসা বাঁচিয়ে রাখবেন কখনো ভালোবাসা মানুষটিকে হাতটি ছাড়বেন না এবং এই ভালোবাসার মাঝে অনেক বাঁধা আসবে যে এই বাঁধা অতিক্রম করে তার মানুষটিকে জীবন সঙ্গী করতে পারবে সেই হবে পরিপূর্ণতা ভালোবাসা সাফল্য মানুষ।