গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লাইজু আক্তার(৩০) নামের এক মহিলা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-১৫, ১১:০৭ পূর্বাহ্ন /
গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লাইজু আক্তার(৩০) নামের এক মহিলা।

প্রকাশিত,১৫,অক্টোবর

শাহানুর রহমান।
খানসামা প্রতিনিধিঃ

দিনাজপুর খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ১নং ওয়াডের লাইজু আক্তার নামের এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেন।সোমবার (১৪ অক্টোবর ) ৬নং গোয়াডিহি ইউনিয়ন পশ্চিম হাশিমপুর হাজীপাড়ায় আনুমানিক সকাল ১১:৩০:মি: এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানাযায় লাইজু আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতেছেন তিনি। অনেকদিন ধরে চিকিৎসা ও ওষুধপত্র চালানোর পরেও রোগ নির্ণয়ে সক্ষম হয়নি বলে জানায় মৃত লাইজু আক্তারের স্বামী রশিদুল ইসলাম একদিকে সারীরের জ্বালা-পোড়া অন্যদিকে মানসিক রোগে আক্রান্ত এমন যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় মৃত লাইজু আক্তারের পরিবার।
এ আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন, খানসামা থানার তদন্ত অফিসার মোঃ মোত্তালেব হোসেন ও ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখওাত হোসেন লিটন, ইউপি,সদস্য মোক্তার হোসেন বলেন সে পরিবারের অজান্তেই আত্মাহত্যা করেন।