গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৮-২৩, ১১:৩৪ অপরাহ্ন /
গলাচিপা সদর  ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত ।

প্রকাশিত,২৩, আগষ্ট,২০২২

সজ্ঞিব দাস গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে গলাচিপা ইউনিয়ন আওয়ামী লীগেরে উদ্যোগে আলোচনা সভা, দোয়া মিলাদের আয়োজন করা হয়। আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এতে গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন টুটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধঅরণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ সাহিন, সহসভাপতি হাজী মজিবর রহমান, মেহেদী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম, আলমগীর হোসেন, প্রমুখ।