গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া  সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৮, ৬:৩১ অপরাহ্ন /
গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া  সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা।

প্রকাশিত,০৮,জানুয়ারি

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

আগামী সুন্দর দেশ নির্মাণে ছাত্র জনতার যে ত্যাগ, সেটিকে তুলে ধরার জন্য তারুণ্যের উৎসব নামে যে অনুষ্ঠানটি চলমান রয়েছে সেটিকে কেন্দ্র করে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনের মধ্য দিয়ে আজ সকাল ১১টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা,উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির, গণঅধিকার  পরিষদের আহ্বায়ক, মোঃ হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মেহেদি হাসান সিজান, জামায়াত ইসলামের সভাপতি, মোঃ জাকির হোসেন, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, গন অধিকার  পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী,গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস দত্ত, ইসলামী শাসনতন্ত্র নেতা, মোঃ নাজমুল হক রিপন, বকুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্ব জিৎ রায়, আমখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির, পানপট্টি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচাড, সিনিয়র সাংবাদিক মোঃ খালিদ হোসেন মিল্টন , মোঃ হারুন অর রশিদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি উম্মে হাবিবা ওয়াফা, ইশরাত জাহান অহনা, তুনজিরা তুনা, বিডি ক্লিন এর গলাচিপা প্রতিনিধি নাহিদা বিথী।

উক্ত খেলাকে ঘিরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান বলেন, আজকের এই খেলা উদ্বোধনের মাধ্যমে গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়ন অংশগ্রহণ করবে এবং উপজেলা যারা ভাল খেলবে তাদেরকে আমরা জেলায় পাঠাবো।