গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-০৬, ১০:৪৭ অপরাহ্ন /
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

প্রকাশিত,০৬,মে,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র গরমেও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা জুড়ে চলছে নির্বাচনী নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা-সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না। দলটির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এমনকি সমর্থকরা সম্ভাব্য প্রার্থী হিসেবে তোড়জোড় শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈরি করেছেন সমর্থক গোষ্ঠী। এ ছাড়া ভোটের মাঠে বিএনপি-জামায়াত না থাকায় নির্বাচনের মাঠে চলছে নানা মেরূকরণ। জানা গেছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মু.সাহিন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা ওয়ানা মার্জিয়া নিতু। ভাইস চেয়ারম্যান (পুরুষ) জেলা মৎস্যজীবিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ আহসান কচিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড.রিফাত হাসান সজীব ও রেজাউল কবির মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা.হেলেনা বেগম, মোসা.শিরিন নহার আক্তার, তহমিনা আক্তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটাররা জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। জনবিচ্ছিন্ন কোনো প্রার্থীকে নির্বাচিত করতে চান না। শতভাগ যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন ভোটাররা। আগামী ২১শে মে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। উপজেলা জুড়ে নির্বাচন নিয়ে এখন সর্বত্রই চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।