প্রকাশিত,২৮, জুন,২০২২
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির প্যাদা (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন ও আব্দুর রব বয়াতি নামে একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহসড়কে এ ঘটনা ঘটে।
নিহত জাকিরের বাড়ি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। এদিকে আহত আব্দুর রব বয়াতিকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার বলেন, একটি মোটরসাইকেল গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল।
এ সময় অপর একটি মোটরসাইকেল হারিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই একজন মারা যায় ও একজন গুরুতর আহত হয়। মৃত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :