গলাচিপার লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার, বনে অবমুক্ত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৬, ২:০৯ অপরাহ্ন /
গলাচিপার লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার, বনে অবমুক্ত।

প্রকাশিত,২৬, নভেম্বর,২০২৩

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোকালয় থেকে একটি মেছোবাঘ ছানা সহ উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর ৯নং ওয়ার্ড বাদুরা গ্ৰামের সাবেক বারেক মেম্বার বাড়ি থেকে মেছোবাঘটি ছানা সহ উদ্ধার করে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি খবর আসে। গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর রিপন নামে এক ব্যাক্তির কবুতরের খাচায় একটি মেছোবাঘ ছানাসহ ধরা পড়েছে। খবর পেয়ে তিনি বন বিভাগ ও অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যদের পাঠিয়ে মেছোবাঘটি ছানা সহ উদ্ধার করে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মাঝেরচর বনবিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, বন বিভাগের অফিসার মো: নাঈম হোসেন খান ও অ্যানিমল লাভারস পটুয়াখালীর গলাচিপা উপজেলা সমন্বয়ক সোহেল হোসেন রাসেল। এছাড়া বন বিভাগের নুরুল আমিন, মোহাম্মদ আলী, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বন্যপ্রাণী হত্যা না করে উপজেলা প্রশাসনকে তথ্য দেয়ার জন্য স্থানীয় রিপনকে একহাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন ইউএনও।
মেছোবঘটি খাঁচায় আটকানোর বিষয়ে রিপন বলেন, আমি বন্য প্রাণী ভালোবাসি, তাই মেছোবাঘটিকে কোন আঘাত না করে মেম্বারকে জানাই তিনি ইউএনও স্যারকে খবর দেন।বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বলেন, ইউএনও স্যার আমাদের সঙ্গে এসে যে উৎসাহ দিলেন, এতে আমাদের কাজের প্রতি সঠিকভাবে দ্বায়িত্ব পালনের জন্য অনুপ্রেরণা পেয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, বন্যপ্রাণীর প্রতি যত্ন নেয়া আমাদের দ্বায়িত্ব, এই কাজ সঠিকভাবে করলে পরিবেশ ভালো থাকবে ও ভারসাম্য রক্ষা হবে। তিনি বন্যপ্রাণী গৃহে বন্দী ও শিকার করা থেকে বিরত থাকতে সবাইকে আইন মানতে আহ্বান জানান।