প্রকাশিত,০৩,সেপ্টেম্বর,
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে জেলে নামের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ডাকুয়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিৎ রায় উপস্থিত থেকে জেলেদের মাঝে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আমার ইউনিয়নের ৪৪২ জন জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ডাকুয়া ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, আমরা জেলেরা সকলেই চাল পেয়েছি। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপসহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মো. নাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সায়েম মিয়া, মো. উজ্জল, মহিলা ইউপি সদস্য মোসা. সালমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :