গলাচিপার চর বিশ্বাস ইউনিয়ন আ’লীগ সভাপতির পদত্যাগের ঘোষণা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৩, ৮:৪৫ অপরাহ্ন /
গলাচিপার চর বিশ্বাস ইউনিয়ন আ’লীগ সভাপতির পদত্যাগের ঘোষণা।

প্রকাশিত,০৩,সেপ্টেম্বর, ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে ১২ নং চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের হল রুমে এক লিখিত পত্রে বাংলাদেশ আ’লীগ এর ইউনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ ঘোষণা করেন। এসময়ে ইউনিয়নের প্রায় শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি লিখিত ঘোষনা পত্রে উল্লেখ করেন, বর্তমান নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে একজন নিরপেক্ষ চেয়ারম্যান সরকারি উন্নয়ন কাজ করে আসছি। আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে উক্ত পদ ( সভাপতি, চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামীলীগ) থেকে সুস্থ্য মস্তিষ্কে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে পদত্যাগ করিলাম। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায়, আমি লিখিত ভাবে ইচ্ছা থাকা স্বত্বেও সাংগঠনিক ভাবে পদত্যাগ করিতে পারিনাই। তাই ঘোষনা পত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে বাধ্য হইলাম। এক’ই সময়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নেছার উদ্দিন সরকার লিখিত পত্রে তার পদ থেকে পদত্যাগ এর ঘোষনা করেন। এসময়ে জেলা উপজেলার বিভিন্ন গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।