প্রকাশিত, ০৪,জুন, ২৯২৪
সঞ্জিব দাস ,গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ইং ০৩/০৬/২০২৪ তারিখ সময় অনুমান ১৬ঃ০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন কাঁলাচানপাড়া এলাকা হতে ১ জন ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বশির খান(৪৫), পিতা-মৃত সোনে আলী, সাং-উত্তর চরখালী, ইউপি-গলাচিপা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জীবিকা নির্বাহের জন্য ভাঙ্গারির দোকান এবং ভাতের হোটেলে কাজ করতেন। ভাতের হোটেলে তার সাথে আসামী বশিরের পরিচয় হয়। এরই সুবাদে সে তার সমস্যার কথা আসামী বশিরকে বলে যেন সে তাকে একটি ভাল কাজের ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে আসামী বশির ভিকটিমকে গলাচিপা শহরের একটি হোটেলে কাজ দেওয়ার কথা বলে অপর একজন আসামীর বসতবাড়িতে নিয়ে যায়। ঐদিন রাতে আসামী বশির ও তার সাথে থাকা অন্য দুই জন আসামীরা ভিকটিমের সামনে বসেই মাদকদ্রব্য সেবন করতে থাকে। পরবর্তীতে আসামীরা ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিম রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পরলে একটি ভাড়া করা মোটরসাইকেল করে তাকে আসামিরা হাসপাতালে প্রেরণ করে। পরে ভিকটিম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে (গলাচিপা মডেল থানার মামলা নং-১৫ তারিখঃ ২৫/০৯/২০২৩ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) ধারা)। বিষয়টি র্যাবের নজরে আসলে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৬/২০২৪ ইং তারিখ ১৬ঃ০০ ঘটিকায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানাধীন হাওলাদার বাড়ি, কাঁলাচানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :