প্রকাশিত,২৩ অক্টোবর, ২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
প্রায় আনুমানিক ৬০ বছর পূর্বে পটুয়াখালীর গলাচিপায় কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় জায়গায় গোডাউন স্থাপনের অভিযোগ উঠেছে।
অনেক বছর ধরে গোডাউনটি সংস্কার না করায় বর্তমানে পরিত্যক্ত ও জীর্ণশীর্ণ অবস্থায় পরে আছে। গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় সাহা বাড়ীর নির্জন সাহা কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য তৈরিকৃত গোডাউন স্থাপনের জায়গায়টি পৈতৃক রেকর্ডীয় মালিক হিসেবে অভিযোগ তুলেছেন এবং কৃষি অফিসের নিজস্ব জায়গায় স্থানান্তরের দাবি জানান।
মৃতঃ নিতাই সাহার পুত্র নির্জন সাহা জানাযায়, জে, এল নং ১০৮, এস, এ খতিয়ান নং ৪৬৮ ও ৫৭১, যার দাগ নং ১৫১৮ আমার পৈতৃক রেকর্ডীয় জায়গায় কৃষি অফিসের গোডাউন নির্মাণ করা হয়।
কিন্তু তারই পূর্ব পাশে ৪৮২ নং খতিয়ানের ১৫১৯ নং দাগের ৩০ শতাংশ কৃষি অফিসের নিজস্ব ক্রয়কৃত জমির অধিকাংশ দখল হয়ে আছে। ভুলবশত আমাদের পৈতৃক জমিতে কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য গোডাউন নির্মাণ করেছে। আমরা আমাদের পৈতৃক রেকর্ডীয় জমির খাজনা পরিশোধ করে আসছি, এতে আমাদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। উক্ত জায়গার ক্ষতিপূরণ সহ গোডাউনটি অনতিবিলম্ব স্থানান্তর করে আমাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর অনুরোধ করছি।
উপজেলা কৃষি অফিস আরজু আক্তার জানান, আমরা প্রতি বছর গোডাউন স্থাপিত জমির খাজনা পরিশোধ করছি। এছাড়া, দীর্ঘ বছর আগে গোডাউনটি উক্ত জায়গায় নির্মাণ করা হয়েছে আর নির্মাণাধীন গোডাউনটি আমাদের নিজস্ব জায়গায়। আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করুন, আমি বিষয়টি বিশেষ বিবেচনায় নিবো।