গলাচিপায় সৌদির সাথে মিল দেখে ঈদ উদযাপন ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১০, ৬:০১ অপরাহ্ন /
গলাচিপায় সৌদির সাথে মিল দেখে ঈদ উদযাপন      ।

প্রকাশিত,১০, এপ্রিল,২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬নং ডাকুয়া গ্রামের ডাকুয়া ইউনিয়নের গাজী বাড়ী শাহ সুফি মমতাজিয়া যাহাগিড়িয়া খানকা শরীফ ঈদগাহ ময়দান সংগ্লন জামে মসজিদে প্রবিত্র ঈদ উল আযহার একটি জামাত ১০ এপ্রিল বুধবার সকাল সারে আটটায় অর্ধশত মুসল্লি নিয়ে শুরু হয়ে প্রায় এক ঘন্টা পরে সারে নয় টার সময়ে শান্তি পূর্ণ ভাবে ঈদের জামতটি শেষ হয়। উক্ত পবিত্র ঈদুল আযহার জামতটি ইমামতি করেন উক্ত জামে মসজিদের ইমাম মাওলালা মোঃ ইউসুফ। তিনি জানান, পূর্বকাল থেকেই নিয়োমানুযায়ী আমরা সৌদিআরব অনুসারে কোন সহিংসতা ছাড়াই পবিত্র রমজান এবং ঈদ উৎজ্জাপন করে থাকি।