গলাচিপায় সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-১০, ১১:৩৩ অপরাহ্ন /
গলাচিপায় সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন।

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের আয়োজনে ১০ ফেব্রুয়ারী সারে এগারোটার সময় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে প্রায় দুই ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ আবদুল্লাহ এমদাদুল, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ নূর নাসিরউল্লাহ হাবিব সহ আরো উপস্থিত থাকেন উপজেলা সরকারি কলেজ ছাত্রদল শাখার সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা কলেজ শাখার ১০০/১২০ জন ছাত্র-ছাত্রী, সচেতন সুধীমহলের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণর মাধ্যমে ধর্ষণ কারীদের সর্বোচ্চ বিচারের দাবী করেন।
পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন টি শান্তিপূর্ণভাবে শেষ হয়।