প্রকাশিত,০৬, জানুয়ারি,২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৩ পটুয়াখালী-৩ আসনের নির্বাচনি এলাকার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে ১২৪ টি ভোট কেন্দ্রে ব্যলটবাক্সস সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
এসময় সরঞ্জামাদি কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেয়া হয়। এসময় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ও নির্বাচন অফিসারের কার্যালয়ের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থায় আছেন।
১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা ও দশমিনা সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২ শত ৬১ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ১ শত ৫ জন। পুরুষ সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১ শত ৫৪ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।