প্রকাশিত,১৮ অক্টোবর ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা পরিষদ হল রুমের সন্নিকটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের স্মৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিটিভি থেকে সম্প্রচারিত শেখ রাসেলের জীবনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন। আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম,ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়,উপজেলা সমাজসেবা শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী, সাংবাদিক কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা প্রমুখ।
আপনার মতামত লিখুন :