গলাচিপায় শাপলাপাতা মাছ উদ্ধার


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-৩০, ১২:৫৯ অপরাহ্ন /
গলাচিপায় শাপলাপাতা মাছ উদ্ধার

প্রকাশিত, ৩০ ডিসেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় শাপলাপাতা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর নির্দেশক্রমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর নের্তৃত্বে বন বিভাগের নাইম হোসেন খান ও এনিমলস লাভার অফ পটুয়াখালী এর সদস্য সোহেল হোসেন রাসেল এর সহযোগিতায় রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার থেকে অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।

পরে মাছটিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। উলানিয়া মাছ বাজার থেকে মাছটি উদ্ধার করা হয়।

মাছটির ওজন ১০ কেজি। পরে মাছটিকে মাটি চাপা দেয়া হয়। তিনি আরও জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি বেআইনি। যে সকল অসাধু জেলেরা এসব মাছ ধরে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।