গলাচিপায় শতবষর্ষী এক শিক্ষককের মুত্যু।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৮-৩১, ১০:১৭ অপরাহ্ন /
গলাচিপায়  শতবষর্ষী এক শিক্ষককের মুত্যু।

প্রকাশিত,৩১,আগস্ট

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র ধর্মীয় শিক্ষক আবু সালেহ মুহাম্মদ নূর (৯৮) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে সমাজের বিভিন্ন মানুষ শোক জানিয়েছেন।