প্রকাশিত,০৭,জুলাই, ২০২৪
সজ্ঞিব দাস, গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে। রবিবার সাত জুলাই বিকেল চারটায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়।
পরে বিকাল চারটায় কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনা হতে হাজার হাজার পুণ্যার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রথটানা ও বর্ণাঢ্য শোভাযাত্রাবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় সাহাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।সেখান থেকে আগামী ১৬ জুলাই উল্টো রথযাত্রা শুরু হয়ে পুনরায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরে শেষ হবে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ শাহ আলম , উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শংকরলাল দাস, সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, পূজা উদযাপন পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল সাহা, পৌর শাখার সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, প্রচার সম্পাদক সঞ্জিব দাস,প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অপরদিকে ইসকন কর্তৃক আয়োজিত রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বাবু বাসুদেব দুয়ারী, গোবিন্দ লাল সাহা, বিধান কর্মকার, পরেশ দাস, ডাক্তার কাজল বরন বিশ্বাস, যাদব দাস, পঙ্কজ গাঙ্গুলী, নির্জন সাহা, রতন সাহা, বিমল সাহা, সুব্রত সাহা, দিলীপ দাস, মিঠুন দুয়ার, অসীম দাস, পল্টু সাহা, অপু সাহা প্রমুখ।
আপনার মতামত লিখুন :