গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-১১-২০, ৭:৫৫ অপরাহ্ন /
গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ।

প্রকাশিত,,২০,নভেম্বর

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গলাচিপা পৌর শহরে পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের এক নম্বর সদস্য মো. বাবুল, পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী দিপঙ্কর, পৌর যুবদলের শহিদুল ইসলাম, মো. লতিফ, মো. মিরাজ, মো. জুয়েল, মো. আফজাল প্রমুখ।

জাহিদুল ইসলাম জাহিদ বলেন, কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে আমরা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের এসব লিফলেট বিতরণ করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।