গলাচিপায় মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-০৮, ১১:৫৬ পূর্বাহ্ন /
গলাচিপায় মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ।

প্রকাশিত,০৮, মার্চ,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপার সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুঃ শাহীন, মোঃ নাসিম রেজা সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও গলাচিপার সকল ব্যবসায়ীবৃন্দ।
সভাপতি উপস্থিত সকলকে মাহে রমজান কে সামনে রেখে সদয় আন্তরিক থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। তিনি আরো বলেন রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলে সবাইকে সতর্ক করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন বলেন ব্যবসায়ীরা দেশের প্রাণ কারণ তারা কর্মসংস্থান সৃষ্টি করেন। তিনি সচেতনতার লক্ষ্যে র‌্যালী করার পরামর্শ দেন।