গলাচিপায় মাসিক আইন শৃঙ্খলা সভা


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-১২, ১০:১৪ অপরাহ্ন /
গলাচিপায় মাসিক আইন শৃঙ্খলা সভা

প্রকাশিত,১২,আগস্ট,

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সম্প্রতি দেশের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিজয় এবং অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, হামলা, সন্ত্রাস ও সংখ্যালঘুদের নিরাপত্তাসহ অপরাধীদের মোকাবেলায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা-দশমিনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. মুশফিক মঈদ এর উপস্থিতিতে মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, পুলিশ পরিদর্শক মো. মোকাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ছত্তার হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মো. ইলিয়াস মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, ছাত্র-বৈষম্য অধিকারের গলাচিপার কৃতি সন্তান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সাহেদ হোসেন, উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশ এর সভাপতি
মো. রাকিব হোসেন, কলামিস্ট সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টনসহ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ। সভায় বিভিন্ন বক্তার নানাবিধ প্রস্তাবনা এবং আইন শৃঙ্খলা, থানা পুলিশের আইনী ব্যবস্থা জোরদার, সন্ত্রাস, চাঁদাবাজ সহ দুষ্কৃতিকারী অপরাধীদের গ্রেফতার, বাজার নিয়ন্ত্রন, সিন্ডিকেট ভাঙ্গা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সতর্ক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা করার আহবান জানানো হয়। উল্লেখ্য যে, গলাচিপা থানা পুলিশ ক্যাম্প সহ সকল পুলিশ সদস্যরা আইনী কার্যক্রম শুরু করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক টহল ব্যবস্থা জোরদার করেছে।