গলাচিপায় ব্যাপকভাবে চলছে মা ইলিশ সংরক্ষণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-২১, ১০:১৪ পূর্বাহ্ন /
গলাচিপায় ব্যাপকভাবে চলছে মা ইলিশ সংরক্ষণ।

প্রকাশিত

অভিযান সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপাতে “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস ব্যাপকভাবে এ অভিযান অব্যাহত রয়েছে।গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান ০৩ নভেম্বর-২০২৪ পর্যন্ত চলবে।গভীর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস উপজেলার নদীগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে ব্যাপক টহল অব্যাহত রেখেছে।কোন অসাধু জেলে যাতে জাল ফেলতে না পারে সে বিষয়ে তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন।উল্লেখ্য সামুদ্রিক ইলিশ উৎপাদনে এ উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান তাই উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবীর নেতৃত্বে প্রতিদিন চলছে অভিযান।