গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক মিয়ার ২৮ তমতম মৃত্যুবার্ষিকী পালিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-০২, ৬:৪০ অপরাহ্ন /
গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক মিয়ার  ২৮ তমতম মৃত্যুবার্ষিকী পালিত।

প্রকাশিত,০২,মে,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি বৃহত্তর গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী অঞ্চলের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয় আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের -সভাপতি ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান , যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন। সহ সভাপতি আজিজুর রহমান বাবুল ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায় প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন বলেন, আব্দুল বারেক মিয়া ছিলেন দক্ষিণ বাংলার একজন কিংবদন্তী নেতা। তিনি বৃহত্তর গলাচিপা থানা(গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি ছিলেন।

স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ভারতে ট্রেনিং শেষ করে দেশের জন্য লড়েছেন। যাকে আজও স্মরণ করে দক্ষিণ বাংলার জনসাধারণ।’ স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।