প্রকাশিত,০২,মে,২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
১’লা মে আন্তর্জাতিক শ্রমীক দিবসে গলাচিপা উপজেলা সদরে, বিভিন্ন শ্রমীক সংগঠন, জাতীয় শ্রমীক লীগ ও শ্রমীক ইউনিয়নের শত শত নারী পুরুষ শ্রমীকেরা বুধবার শ্রমীকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়, গলাচিপা পৌর মঞ্চে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা প্রদর্শন শেষে, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় শ্রমীক লীগের গলাচিপা উপজেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহীম দফাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান প্যাদা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম। সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ প্রমুখ।
সমাবেশ স্থলে বিভিন্ন শ্রমীক সংগঠন ব্যানার নিয়ে তাদের ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠায় বিভিন্ন দাবী উপস্থাপন করে, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।