প্রকাশিত,০৮, অক্টোবর,২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বিএনপি জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস, ও নৈরাজ্যের প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর রোজ শনিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলার কলেজপাড়া এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মুঃ ইকবাল মাহমুদ লিটন এর নেতৃত্বে একটি গন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জৈনপুরী খানকায় এসে শেষ হয়।
গন মিছিল শেষে পথা সভা অনুষ্ঠিত হয়।এসময় পথ সভায় বক্তব্য রাখেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলার প্রবীন আওয়ামীলীগে নেতা এডভোকেট আবদুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মোসারেফ হোসেন। এসময় পথ সভায় বক্তারা সরকারের নানা উন্নয়ন তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আরো বলেন এই গন মিছিল ও পথ সভায় যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসেছেন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার কন্যা আমাদের গরিব অসহায় মানুষের মা জননেত্রী শেখ হাসিনাকে মনে প্রানে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। তাই আমারা সকলে ঐক্য বদ্ধ হয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো এটাই আমাদের পন। সভা শেষে তিনি সকলের সাথে গন সংযোগ করেন।
আপনার মতামত লিখুন :