প্রকাশিত,২৩ নভেম্বর ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে প্রাথমিক শিক্ষার বিদ্যাপীঠ বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল।
কিন্ডারগার্টেন পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ের সরকারী কারিকুলাম অনুযায়ী পাঠদান করা হয় এই প্রতিষ্ঠানে। আর এখানে পড়তে পারা প্রতিটি শিক্ষার্থীদের কাছে যেমন গর্ব ও আনন্দের বিষয় ঠিক তেমনি এই বিদ্যালয় ছেড়ে অন্যত্র যাওয়া তেমনি কষ্টের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় অফিসার্স ক্লাবে এমনই এক অনুষ্ঠানে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ডা. জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিবাবকবৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘আগামী পৃথিবীর উন্নয়ন অগ্রগতির জন্য শিক্ষাই একমাত্র পথ। প্রত্যেক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এবং লক্ষ্য অর্জনে সুশিক্ষা, দেশপ্রেম ও অধ্যবসায় জীবনকে সুন্দর ও মধুময় করে দেবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যেখানে যাবে সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে বিশ্বকে অবাক করে দিবে এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া।