গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-০৩, ২:৩১ অপরাহ্ন /
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত।

প্রকাশিত,০৩,নভেম্বর

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, ব্যানার শোভাযাত্রা করে নারী-পুরুষ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে উপজেলা দরবার হলে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সমবায় দিবসের তাৎপর্যপূর্ণ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। আলোচনা শেষে তিনটি সফল সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার আওতায় ১১৩টি সমিতির মোট ২৫ হাজার ৫ শত ৩০ জন সদস্যসহ ৩৪টি আশ্রয়ন প্রকল্পের সদস্য নিয়ে সমবায় সমিতির কমিটি রয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।