গলাচিপায় বজ্রপাতে যুবকের মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৮, ৭:১৪ অপরাহ্ন /
গলাচিপায় বজ্রপাতে যুবকের মৃত্যু।

প্রকাশিত, ২৮,মে,২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুবেল গোলদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকলে উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামে এ ঘট্না ঘটে। রুবেল ওই এলাকার নাসির গোলদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শহিদুল ইসলাম। এদিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের মরহুম কাশেম গাজীর স্ত্রী নূর ভানু বেগমের দুটি গরু বজ্রপাতে মারা গেছে বলে জানান ওই এলাকার ইউপি সদস্য বাবুল মিয়া।