প্রকাশিত,১৮,সেপ্টেম্বর
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপায় ফার্মসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নতুন কমিটি ঘোষণা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিকদার ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত এক সভায় সকলের সম্মিলিত সিদ্ধান্তে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের মো.জাহিদুল ইসলাম অভি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড মো. রুবেল হোসেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেডের মো. নাইমুর রহমান মিরাজ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর মো. শাহজালাল। এছাড়াও সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।