গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৩, ১২:৩৪ অপরাহ্ন /
গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।

প্রকাশিত ২৩,মে,২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রথমবারের মতো গলাচিপা উপজেলায় নারী চেয়ারম্যান প্রার্থী ওয়ানা মার্জিয়া নিতু নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে ৪৫ হাজার ৪৪৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী মুঃ সাহিন পেয়েছেন ২৯ হাজার ৮৯৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে ফরিদ আহসান কচিন। তার প্রাপ্ত ভোট ৪১ হাজার ৮৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রিফাত হাসান পেয়েছেন ২৫ হাজার ৭৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী তহমিনা আক্তার। তার প্রাপ্ত ভোট ৩১ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলেনা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৩৩ ভোট।