প্রকাশিত,২১ অক্টোবর ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জেলা পুলিশ সুপার কর্তৃক পূজা মন্ডপ পরিদর্শনে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২১ অক্টোবর) রাত ৮ টায় গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালিবাড়ীর শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম গলাচিপা পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোরশেদ তোহা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, গলাচিপা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম পূজা উপলক্ষে নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার এক পর্যায়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলে থাকেন যে, ধর্ম যার যার উৎসব সবার। এই শ্লোগানকে সামনে রেখে আপনারা সবাই মিলেমিশে শারদীয় দুর্গাপূজা পালন করবেন। সবার সাথে সম্প্রীতি বজায় রাখবেন।
আপনার মতামত লিখুন :