প্রকাশিত,৩ জানুয়ারি ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে-বললেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা বলেন, গলাচিপা ও দশমিনার উপজেলার মানুষ শান্তি প্রিয় মানুষ। শান্তির পথে থেকে দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করতে নৌকায় ভোট দিবে। গত ৫ বছর এ আসনের শান্তিপ্রিয় মানুষ চাঁদাবাজি ও হয়রানী থেকে মুক্ত ছিল। সকল ধরণের সন্ত্রাস ও শালিস বাণিজ্য বন্ধে এসএম শাহজাদার ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাই এবারের নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে সাধারণ মানুষ শান্তির পক্ষে থাকবে। এ সময় বক্তারা হাজারো মানুষের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্ভবনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মস্তফা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সহ-সভাপতি হারুন-অর রশিদ, রেজাউল করিম, কাশিনাথ দত্ত, বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর দাস, কালিবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।