প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি ২০২৪) দিনভর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুন্নবীর নেতৃত্বে ঝাটকা সংরক্ষণ ও অভায়শ্রম রক্ষায় ও কোস্টগার্ডের একটি যৌথ দল বৃড়াগৌরাঙ্গ , রামনাবাদ, তেতুলিয়া, আগুণমুখাসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে পুঁতে রাখা ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। কোস্টগার্ডের সদস্যরা জালগুলো জব্দ করেন। পরে সন্ধ্যায় গলাচিপা পৌরসভার ফেরীঘাট এলাকায় জনসাধারণের উপস্থিতিতে নদীতে পেতে রাখা অবৈধ জালগুলো আগুণ দিয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী সাংবাদিক সঞ্জিব দাস কে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে এবং বাজার মনিটরিংয়ে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছি কোন ছোট মাছ জেলেরা ধরতে পারবেনা বাজারে বিক্রি হবে না প্রতিটি বাজারে আমার লোক দেয়া আছে আমি যদি কখনো এরকম কাউকে পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।