প্রকাশিত,১০, জানুয়ারি,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপাা বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে আবদুল ছালাম খান (৩৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন
মঙ্গলবার রাত ৯টার বুড়াগৌরঙ্গ নদীর আমগাছিয়া ডুবো চরে এ ঘটনাটি ঘটে।
আবদুল ছালাম খান চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরহুম সায়েদ আলী খানের ছেলে। জানা গেছে, আবদুল ছালাম খানের এক নিকটাত্মীয় ঢাকায় মারা যান। সেই লাশটি ঢাকা থেকে বদনাদলী লঞ্চঘাট নিয়ে আসে। সেই লাশটি আনার জন্য তিনি (আবদুল ছালাম খান)-সহ তিনজন কাঠের একটি ছোট ট্রলারে করে চরবিশ্বাস থেকে রতনদী তালতলীর ইউনিয়নের বদনাতলী যাচ্ছিলেন এবং পটুয়াখালী থেকে অপর একটি বড় ট্রলার টিসিবির মালামাল নিয়ে কাজল লঞ্চঘাট যাচ্ছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে বুড়াগৌরঙ্গ নদীর আমগাছিয়া ডুবো চরে দুই ট্রলারে মুখোমুখি সংঘর্ষে তিনি নদীতে পড়ে যান। ওই সময় থেকে আবদুল ছালাম খান নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে পটুয়াখালী নদী স্টেশন অফিসার মো: রেজোয়ান জানান, ‘আমার ডুবরি দল গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে অবস্থান করছে বুধবার সকাল থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হবে।