প্রকাশিত,২৫, মার্চ,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
এই প্রথম বড় পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয়েছে। দোল উৎসব উপলক্ষ্যে তরুণ-তরুণীরা রং খেলায় মেতে উঠে। প্রায় ১00 নারী-পুরুষ অংশ নেয় এই দল উৎসবে।
গলাচিপা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইসকন মন্দিরের দাস বাড়িতে উদযাপন কমিটির আয়োজনে আজ সোমবার সকাল ১০ টা থেকে দোল উৎসবের রং খেলা শুরু হয়।
দোল উৎসবে অংশ নিতে পেরে খুশি তরুণ-তরুণীসহ বৃদ্ধরা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশ নেয় এই দোল উৎসবে। এতে শত তরুণ-তরুণী রং খেলায় মেতে ওঠেন।
এ বিষয়ে কেশব দাস, রনজিৎ দাস, যাদব দাস, পরেশ দাস, মনা দাস, পুতুল রানী, আলো রানী, লক্ষ্মী রানী, ছবি রানী, কল্পনা রানী এরাবলেন, মন্দিরের মাঠের দুই ভাগে নারী ও পুরুষের জন্য আলাদাভাবে দোল উৎসব উপভোগ করার জন্য ব্যবস্থা করা হয়।
দোল উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। ভক্তদের জন্য দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।