প্রকাশিত,১২,অক্টোবর
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
গলাচিপায় জমি-জমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে গলাচিপা হাসপাতালে ও অপর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
আহতরা হলেন, হাসান দুয়ারী, ইউনুস দুয়ারী, ইব্রাহীম দুয়ারী, হেলেনা বেগম ও শাকিল দুয়ারী এবং অপর পক্ষের কবির দুয়ারী, মহসিন দুয়ারী ও হাসিনারা বেগম।
জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের হাতেম দুয়ারীর ছেলেদের সাথে আটখালী গ্রামের মতি দুয়ারীর ছেলেদের ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আজ ওই জমিতে হাতেম দুয়ারীর ছেলে ইব্রাহিম দুয়ারী পানের বরজ করার জন্য সকাল ৯টার সময় কাজ শুরু করেন। এ সময় অপর পক্ষের মতি দুয়ারীর ছেলে মহসিন দুয়ারী বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষই বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে।
ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মহিউদ্দিন জানান, হাতেম দুয়ারী ক্রয় সূত্রে মালিক আর মতি দুয়ারী হলো রেকর্ডীয় মালিক বলে দাবি করে। তবে তাদের স্বজনরা জমি বিক্রি করে দিয়েছে। একাধিকবার শালিশ বৈঠক হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান জানান, জমি-জমা নিয়ে দুই গ্রুপে মারামারি করে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।
ওসি বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি।
আপনার মতামত লিখুন :