প্রকাশিত,৩০, জানুয়ারি,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব পালিত হয়েছে। পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। এরমধ্যে ছিল নানা রকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি,নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা, আলুর পাকন পিঠা, বিবিআনা পিঠা, নারিকেল বিস্কুট পিঠা, বো টাই পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী পাটিসাপটা, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠা। শিক্ষার্থীদের আয়োজনে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পিঠা মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল। পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবু খোকন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআর ডিবির চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সরদার শাহ আলম, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় , সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টনপ্রমুখ।
আপনার মতামত লিখুন :