প্রকাশিত,১২, ফেব্রুয়ারি,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকার থেকে লিজ নেওয়া ছয় একর জমির ওপর তরমুজ ক্ষেত রাতের আঁধারে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে উপজেলার এক নম্বর ওয়ার্ডের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশে এক ক্ষেতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক ও ওই ওয়ার্ডের বাসিন্দা হারুন হাওলাদার জানান, গলাচিপা ইউএনও এবং এসিল্যান্ডের অনুমতি নিয়ে ছয় একর খাস জমিতে তরমুজ ও সরিষার প্রজেক্ট করি। একটি মহল দিনে-রাতে ক্ষেতে গরু ও ছাগল ছেড়ে দিয়ে ক্ষতি করে আসছিল। তা দাবি, স্থানীয় আবাসন প্রকল্পের বাসিন্দা নাসির, বাবুল, ছালাম ও রেহেনা বেগম দলবদ্ধ হয়ে প্রায় দুই হাজার তরমুজ চারা উপড়ে ফেলেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল জানান, এ প্রজেক্টটি আমাদের তত্ত্বাবধানে সরকারি খাস জমিতে করা হয়েছে। ক্ষতির ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। শিগগিরই জড়িদের আইনের আওতায় আনা হবে।