প্রকাশিত,২৯, এপ্রিল,২০১৪
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানের মধ্য দিয়ে গলাচিপায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
উপজেলা চৌকি লিগ্যাল এইড কমিটির আয়োজনে রবিবার (২৮ শে এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় আদালত চত্বরে মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চৌকি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি এ্যাড.শামিম মিয়া, এ্যাড মোঃ খালেক মিয়া , এ্যাড মোঃ খোকন মিয়া, এ্যাড মোঃ মনির মিয়া, এ্যাড মোঃ জসিম উদ্দিন,এ্যাড মোঃ জাহিদ হাসান, এ্যাড মোসা আঁখি সহ আইনজীবী কল্যান সমিতির সদস্য,স্থানীয় গন্যমান্যবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী। এর আগে এ উপলক্ষে সকাল ১০ টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীটি আদালত চত্বরে এসে শেষ হয়।