গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে গাছ পড়ে আহত নারীর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৫, ১১:৫০ পূর্বাহ্ন /
গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে গাছ পড়ে আহত নারীর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু।

প্রকাশিত, ০৫,জুন, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে মাথার উপর গাছ পড়ে ঢাকায় দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আজ সকাল আটটার সময় এক নারী মৃত্যু হয়। ঘটনা সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মোঃ সুলতান মিয়ার স্ত্রী রানী বেগম (৪৫) ঘূর্ণিঝড় রিমালের দিন এক নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের মধ্যে পানি আনতে গেলে একটি গাছ তার মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা রানীকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসারত অবস্থায় আজ সকাল ৮ টার সময় তার মৃত্যু হয়।