প্রকাশিত,১৮, নভেম্বর,২০২৩
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় গলাচিপা সদর ইউনিয়নের চর কারফার্মায় ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আগুনমুখা নদীর মোহনায় চর কারফার্মায় মানুষজন পানি বন্দি হয়ে পরে। তাদেরকে জরুরী ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরন করেন গলাচিপা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন, চর কারফার্মা উপজেলা হেডকোয়ার্টার থেকে অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপ। ঘূর্ণিঝড়ের আঘাতের ফলে সেখানের স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়লে উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায়, স্থানীয় ইউপি সদস্য, সিপিপি সদস্য ,গনমাধ্যম কর্মীসহ সবাইকে সাথে নিয়ে ত্রান কার্যক্রম বাস্তবায়ন করেন। যাতে দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ নুন্যতম খাবার খেয়ে বাচতে পারে। ত্রান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার এম এম আসাদুজ্জামান আরিফ, স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু তাহের, যুবলীগ নেতা মো: লিয়াকত মিয়া ও মো.কাওছার হোসেন, বেইজবিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক রেদোয়ান তালাল, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন নিপু, মানবজমিন পত্রিকার সাংবাদিক মো: মাজাহারুল ইসলাম মলি, কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক সাইমুন রহমান এলিট, বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সদস্যরা।
আপনার মতামত লিখুন :