প্রকাশিত,১২, নভেম্বর,২০২৩
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আগামী শীতকালীন রবি মৌসুমে ৫ হাজার ১২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ সরিষা, খেসারি ডাল, মুগ ডাল, গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিন বীজ বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা- দশমিনা পটুয়াখালী -১১৩ আসনের জননেতা এস এম শাহজাদা এমপি।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান, এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে আমন, আউশ, রবিশস্য সহ হারভেস্টার মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে।
আপনার মতামত লিখুন :