প্রকাশিত,২৩,ডিসেম্বর,২০২৩
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক বিধি প্রতিপালন বিষয়ে পটুয়াখালী-৩ আসনের প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা। এমপি প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এমপি এসএম শাহজাদা, আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. ছাইফুর রহমান। এছাড়া গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফেরদৌস আলম খান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :