গলাচিপায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-১১, ২:৩৭ অপরাহ্ন /
গলাচিপায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রকাশিত,১১, ফেব্রুয়ারি,২০২৪

সঞ্জিব দাস ,গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে এক নারীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। মৃত ব্যক্তি হলেন, ডাকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোগলবুনিয়া গ্রামের দুই সন্তানের জননী চঞ্চলা রানী (৪০) ।

স্বজনরা জানায়, গতকাল রাত থেকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজা খুঁজির পরে তাকে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার স্বজনরা। তাৎক্ষণিক গলাচিপা থানায় খবর দিলে পুলিশ লাশটিকে উদ্ধার করেন। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ ছিলেন। বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত থাকায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে গলাচিপা থানা পুলিশ।