প্রকাশিত ,১৩ ডিসেম্বর ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আ’লীগের মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলা আ’লীগের অফিস কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন বাংলার রূপকার গলাচিপা-দশমিনার গণমানুষের নয়নমনি নৌকা মার্কার মনোনিত প্রার্থী এসএম শাহজাদা (এমপি), উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন। আরও উপস্থিত ছিলেন কালিবাড়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা দিলিপ বণিক, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। দিবসটি উদযাপনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :