গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১২, ১১:১৬ অপরাহ্ন /
গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত, ১২ নভেম্বর ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলার দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, দুর্ণীতি, গরিব মানুষের সরকারী সহায়তা, হাট-বাজার ও এলাকার নানাবিধ উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সিদ্দিুকর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শাহিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ শামিম,গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোহিবুল্লাহ এনিম, ইসলামী আন্দোলনের পৌর সভাপতি নাজমুল হুদা রিপন প্রমুখ। গলাচিপার সার্বিক উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন।

০১৭২৪১৪০৩৩৭