প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ১৩৩ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮। ঘটনা সূত্রে জানা যায় শনিবার ১১টা ৫০ মিনিটের সময় গলাচিপার চিকনিকান্দি বাজারে ইয়াবা বেচা কেনার সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের মোঃ নাসির প্যাদার ছেলে মোঃ রুবেল প্যাদা(৩২)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।